বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্রিকেট খেলা নিয়ে মারামারি : লাইফ সাপোর্টে ইয়াছিন
ক্রিকেট খেলা নিয়ে মারামারি : লাইফ সাপোর্টে ইয়াছিন
রাউজান প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) ক্রিকেট খোলা নিয়ে সৃষ্ট বিতর্কে জড়িয়ে রাউজানের এক কিশোর সহপাটিদের ক্রিকেট ষ্ট্যাাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১৪ এপ্রিল খেলা নিয়ে দলাদলিতে এই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ রাউজানে গশ্চি এলাকার জনৈক মোহাম্মদ জামান তালুকদার বাড়ীর সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাড়ীর সামনের মাঠে অন্যান্য সহপাটিদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিল কিশোর ইয়াছিন আশরাফ জিল্লু (১৪)। গশ্চি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ইয়াছিন নানার বাড়ী থেকে এখানে পড়ালেখা করতো। সে ঊনসওর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ি গ্রামের প্রবাসী মোহরম আলীর ২য়পুত্র।
জানা যায়, খেলার মধ্যে সহপাটিদের সাথে ভুলবুঝাবুঝির সৃষ্টি হলে ইয়াছিন উত্তেজিত হয়ে প্রতিবেশি প্রবাসী মোহাম্মদ ইউনুচ প্রকাশ আলিয়ার পুত্র ইমন (১৭) কে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। ইমন এই ঘটনার প্রতিশোধ নিতে খেলা শেষে ইয়াছিনকে রাস্তায় আটকায়। তার হাতে করে নিয়ে আসা ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করলে ইয়াছিন মাটিতে লুঠে পড়ে। এলাকার লোকজন ঘটনাটি দেখে গুরুতর আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
আহত কিশোরের স্বজনরা জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ইয়াছিনের খরচ চালাচ্ছে আক্রমনকারী কিশোরদ্বয়ের পরিবার। বর্তমানে ইয়াছিন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। তার মাথায় অস্ত্রপচার করা হয়েছিল। হামলাকারীর চাচা স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনা স্বীকার করে বলেছেন তার ভাইপো আহত ইমনকেও চিকিৎসা দেয়া হয়েছে। ইয়াছিন লাইফ সার্পোটে থাকলেও তাকে বাঁচিয়ে তোলার জন্য সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে।
এই দিকে গশ্চি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইয়াছিনের আরগ্য লাভের জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এক দোয়া মাহাফিল অায়োজন করে।