শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠিতে লিগ্যাল এইড দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠিতে লিগ্যাল এইড দিবস পালিত
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠী প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে লিগ্যাল এইড দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ এপ্রিল শুক্রবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা ও র্যালীর উদ্বোধন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিলো “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়”। র্যালীতে নেতৃত্ব দেন লিগ্যাল এইড চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত চত্ত্বরে এসে শেষ হয়।
সেখানে জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক’র এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু শামীম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জিপি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী, অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট এম আলম খান কামাল, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট জহুরুল হক খোকন, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শ্যামল সরকার, স্টেপস টুয়ার্ড ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, সুবিধাভোগী আব্দুল মালেক হাওলাদার ও বেগম রুমা আক্তার।
এ সময় লিগ্যাল এইড মামলা পরিচালনায় বিশেষ অবদান রাখায় ২ জন প্যানেল আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়। লিগ্যাল এইড দিবস পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কার্যালয়ের পক্ষে এবং বেসরকারী সংগঠনের পক্ষে পৃথক স্টল প্রদান করেন কর্তৃপক্ষ। এছাড়াও ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ এর সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।