শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ব্লক রেড অভিযান: গাজীপুরে আটক ৮
ব্লক রেড অভিযান: গাজীপুরে আটক ৮
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের ‘ব্লক রেড’ অভিযানে ৮৫ পিস ইয়াবা ও ৪০ পুরিয়া হিরোইনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ এপ্রিল বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় এ ‘ব্লক রেড’ অভিযান পরিচালনা করে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানে পৃথক এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ আট জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা থানার বাটি গ্রামের চাঁন মিয়ার ছেলে অন্তর (২২), বগুড়া জেলার গাবতলী থানার বলিয়াদীঘি গ্রামের সাইফুল পোরা মানিকের ছেলে সুরুজ মিয়া (৩০), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ঠেঙ্গারবান্দ এলাকার আবুল কাশেমের ছেলে চঞ্চল মন্ডল (২৮), একই থানার কালামপুর এলাকার শ্রীকান্ত বর্মনের দুই ছেলে প্রকাশ বর্মন (২৯) ও নন্দ লাল বর্মন (২৮), গুঠুরী গ্রামের মজিবুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২২), সিনাবহ এলাকার জামাল মিয়ার ছেলে ইমরান হোসেন (১৯) ও রতনপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪৭)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া জানান মাদক, সন্ত্রাস, জঙ্গী নির্মূলে জিরো টলারেন্স-এ আনতে আমাদের আইজিপি স্যার, রেঞ্জ ডিআইজি ও গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ স্যার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় ‘ব্লক রেড’ পরিচালনা করার নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে গত দুই দিনে উপজেলার বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় ‘ব্লক রেড’ অভিযান পরিচালনা করে ৮৫ পিস ইয়াবা ও ৪০ পুরিয়া হিরোইন সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, ধারাবাহিকভাবে কালিয়াকৈর থানাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।