শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মি.) ‘‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’’, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।
এই উপলক্ষে ২৮ এপ্রিল শুক্রবার সকালে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি গাজীপুরের আয়োজনে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পৃষ্টপোষকতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনু্িষ্ঠত হয়।
জেলা জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সবুর, জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, জেলা পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স সহ অন্যরা।
এ উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে গাজীপুরের বিচারকগণ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের সদস্যেরা উপস্থিত ছিলেন।