শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে অস্ত্র ও গুলি উদ্ধার : গ্রেফতার ২
গাবতলীতে অস্ত্র ও গুলি উদ্ধার : গ্রেফতার ২
বগুড়া প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) বগুড়ার গাবতলীতে তিন রাউন্ড কারতুজসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, নাটোর সদর কোর্ট পুলিশ পরিদর্শক আবুবকর সিদ্দিক মায়ের মৃত্যুর খবর শুনে গত ২২ ফেব্রুয়ারী রাত ১০টায় তাঁর গ্রামের বাড়ী বগুড়ার ধুনট থানাধীন বড়ীয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গাবতলীর তরনীহাটের উত্তরে সৈয়দের মোড়ে পৌঁছলে একদল ছিনতাইকারী গাড়ীটিকে ঘিরে ফেলে আগ্নেয়াস্ত্রের মুখে নগদ অর্থ ও একটি সরকারী মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় নাটোর সদর কোর্ট পুলিশ পরিদর্শক আবুবকর সিদ্দিক বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। ছিনতাইয়ের এই মামলায় পুলিশ উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া কবিরাজপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী নাহিদুল ইসলাম ওরফে নয়ন (৩০), তার সহযোগী মড়িয়া পশ্চিমপাড়া গ্রামের সামছুল সাকিদারের ছেলে শফিকুল ইসলাম ওরফে সাক্কু (২৭) এবং মড়িয়া বড়বাড়ী গ্রামের ওহেদ আলীর ছেলে রব্বানী (২২)কে গ্রেফতার করে। এরপর গ্রেফতারকৃত ওই তিনজনকে গত ২৭এপ্রিলে ১দিনের রিমান্ড নেয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নয়ন ও সাক্কুর দেওয়া তথ্য অনুসারে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ২৭এপ্রিল রাতে নয়নের বাড়ীর শয়নঘরের সানসেট থেকে তিন রাউন্ড কারতুজসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ এসআই শাহাদত হোসেন বাদী হয়ে গাবতলী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করে।