শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে কয়লাখনিতে ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবীতে বিক্ষোভ
পার্বতীপুরে কয়লাখনিতে ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবীতে বিক্ষোভ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার আসপাশের ১০টি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন ভবনের ফাটল ধরায় ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবি অতিসত্বর বাস্তবায়ন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় বড়পুকুরিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সংগঠনের আহবায়ক মো. মশিউর রহমান বুলবুল বলেন, দীর্ঘ ৬মাস থেকে আমাদের বাড়ি ঘর ফেটে যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে। আমরা তাদেরকে ইতোমধ্যে জানিয়েছি কিন্তু তারা কোন প্রকার ব্যাবস্থা না নিয়ে বরং এরই মধ্যে তারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুতরাং এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগামী শনিবারের মধ্যে এমডি (ম্যানেজিং ডিরেক্টর) ও ম্যানেজার মাসুদকে প্রত্যাহার করা না হয় তবে আগামী সপ্তাহ থেকে কঠোর আন্দোলনে যাবো এবং তাদের এখান থেকে প্রত্যাহার করেই ছাড়বো।
এতে অন্যান্য বক্তারা বলেন, ক্ষতিগ্রস্তদের ন্যায্য দাবি পাশ কাটানোর লক্ষ্যে ৫ জনেকে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন , যদি তাদের দাবী পুরন না হয় পরবর্তিতে কঠোর অন্দোলনে যাবেন।
বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির সদস্য, খনি এলাকার বণিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
উলেখ্য যে, গত ২২ এপ্রিল খনি এলাকার প্রধান সড়কে কয়লা ব্যবসায়ীরা এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সরকারী কাজে বাধা প্রদানের দায়ে গত ২৪ এপ্রিল পার্বতীপুর থানায় খনি কর্তৃপক্ষ ৫ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন বলেন জানান বক্তারা। তারা হলেন, জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মো.মশিউর রহমান বুলবুল, মো. মিজানুর রহমান, রায়হান আলী, আব্দুর রাজ্জাক ও মো. আনোয়ার হোসেন। এরমধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার বণিক সমিতির দুই কর্মকর্তা হচ্ছেন মো. রায়হান আলী (সচিব) ও মো. আব্দুর রাজ্জাক (সাংগঠনিক সম্পাদক)।