সোমবার ● ১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় মে দিবস পালিত
বরগুনায় মে দিবস পালিত
বরগুনা প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.)‘কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না মালিক শ্রমিক ভাই ভাই আর কোন দাবী নাই’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস। ১ মে সোমবার বরগুনা জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে সকালে মহান মে দিবস উপলক্ষে টাউন হল চত্বর থেকে বিভিন্ন সংগঠন মিলিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ বশিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম), সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, পৌর প্যানেল মেয়র ও বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রইসুল আলম রিপন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম আহাদ সোহাদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন শাবু ও ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইমাম হাসান শিপন প্রমুখ।