মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » এ্যাসোসিয়েশন অব স্পোর্টস ইন্সটিটিউটস ইন এশিয়া (ASIA)’তে বিকেএসপি’র সদস্যপদ লাভ
এ্যাসোসিয়েশন অব স্পোর্টস ইন্সটিটিউটস ইন এশিয়া (ASIA)’তে বিকেএসপি’র সদস্যপদ লাভ
ক্রীড়া প্রতিবেদক :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) গত ২৮ এপ্রিল সকালে হংকং স্পোর্টস ইন্সটিটিউটে অনুষ্ঠিত কংগ্রেসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সহ আরও পাঁচটি দেশের ক্রীড়া সংস্থা ASIA এর সদস্য পদ লাভ করে।
এতে বিকেএসপি’র পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ২০১২ সালে ASIA যাত্রা শুরু করে। ASIA’র ০৪টি প্রতিষ্ঠাতা সদস্য,ক.এ্যাস্পায়ার একাডেমী, কাতার,খ. হংকং স্পোর্টস ইনস্টিটিউট,গ.জাপান স্পোর্টস কাউন্সিল,ঘ. সিঙ্গাপুর স্পোর্টস ইনস্টিটিউট।
নতুন সদস্য ৬টি,ক. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি),খ.চাইনিজ তাইপে ন্যাশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টার, গ.স্পোর্টস ইনস্টিটিউট অব মালয়েশিয়া, ঘ.স্পোর্টস সায়েন্স একাডেমি অব নেপাল,ঙ.ফিলিপাইন অলিম্পিক কমিটি, চ.সিঙ্গাপুর ন্যাশনাল ইউথ স্পোর্টস ইনস্টিটিউট।
২০১৩ সালে হংকং এ প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে সিঙ্গাপুরে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
২০১৫ সালে জাপানের টকিও’তে MoU স্বাক্ষর হয়। ২০১৬ তে টকিও’তে প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০১৭ সলে হংকং-এ দ্বিতীয় কংগ্রেস এবং প্রথম এজিএম অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে তৃতীয় কংগ্রেস ও দ্বিতীয় এজিএম সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।
ASIA হলো একটি অলাভজনক এনজিও। এর মাধ্যমে ক্রীড়ার ক্ষেত্রে এশিয়ার হাই পারফরমেন্স ইন্সটিটিউটগুলো নিম্নবর্ণিত কাজসমূহ করে থাকে : ১. স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন। ২. ক্রীড়াবিদদের আঘাত পুনঃর্বাসন কেন্দ্র। ৩. মূল্যায়ন প্রকল্পে অর্থায়ন ও বিনিয়োগ। ৪. কৌশলগত পরিকল্পনা ও মূল্যায়ন। ৫. অলিম্পিক ও প্যারা অলিম্পিক ও মূল্যায়ন। ৬. এলিট কোচ ডেভেলপমেন্ট ম্যাথডলজি।৭. ম্যানেজমেন্ট হাই পারফরমেন্স ইনস্টিটিউট। ৮. ক্রীড়া বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ। ৯. কেরিয়ার ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন। ১০. এলিট কম্পিটিশন এন্ড প্রিপারেশন ও ১১. আন্তর্জাতিক ফেডারেশনসমূহ, জাতীয় অলিম্পিক কমিটিসমূহ এবং জাতীয় পরিচালনা পর্ষদসমূহের মধ্যে সমন্বয় সাধন।