মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে চাকমা ভাষা প্রশিক্ষণের উদ্বোধন
জুরাছড়িতে চাকমা ভাষা প্রশিক্ষণের উদ্বোধন
রকি চাকমা, জুরাছড়ি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) ২ মে মঙ্গলবার জুরাছড়িতে ৩৩ জন শিক্ষককে জুরাছড়ি শিক্ষা বিভাগের আয়োজনে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে উপজেলা রিসোর্স ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ হলরুমে মাতৃভাষা “চাকমা” প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষনটির উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনযোগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুগত চাকমা।
প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি রিসোর্স সেন্টারের ইনেস্ট্রাক্টর মো. মোর্শেদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি ভূবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জুরাছড়ি প্রধান শিক্ষক সমিতির সভাপতি নিত্যানন্দ চাকমা, বরকল উপজেলাধীন ৮ জন প্রাথমিক শিক্ষক এবং জুরাছড়ি উপজেলাধীন ২৬জন শিক্ষক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালাটি ১৪ দিন ব্যাপী চলবে।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার,তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সহযোগিতায় আজ পার্বত্য অঞ্চলে মাতৃভাষা “চাকমা” অক্ষরের মাধ্যমে আজকের শিশুরা চাকমা ভাষার আক্ষরিক জ্ঞান অর্জন করবে। এছাড়াও তিনি বলেন চাকমা ভাষাকে জোরাদার করার জন্য পার্বত্য অঞ্চলে প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন। তিনি বলেন পার্বত্য অঞ্চলে উন্নয়ন করতে গেলে উন্নয়নে বাধা স্মৃষ্টি হয়, অথচ যারা উন্নয়নে বাধা দেয় তারা নিজেরায় এলাকার উন্নয়ন করতে পারেনা বলে মন্তব্য করেন।