বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ৩ আইনজীবীর সনদ বাতিল ও বহিষ্কার, ২জন বরখাস্ত : বার কাউন্সিল
৩ আইনজীবীর সনদ বাতিল ও বহিষ্কার, ২জন বরখাস্ত : বার কাউন্সিল
অনলাইন ডেস্ক :: পেশাগত অসদাচরণের দায়ে তিন আইনজীবীকে বার কাউন্সিল থেকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল করা হয়েছে এবং দুই আইনজীবীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। রবিবার বাংলাদেশ বার কাউন্সিল থেকে এ তথ্য জানানো হয়। শনিবার (২৯এপ্রিল) আইনজীবীদের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শুকুর আলী গাজী, মো. আব্দুস সালাম এবং নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্য ক্ষিতীশ চন্দ্র রায়কে আইন পেশা থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। সঙ্গে সঙ্গে এই তিনজনের আইনজীবী সনদও বাতিল করা হয়।
এছাড়া দুই আইনজীবীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ দুইজনের মধ্যে শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য গোলাম মোহাম্মদকে (বাবুল) ১০ বছর এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য আলী আব্দুল বাতেনকে তিনবছরের জন্য আইন পেশা থেকে বহিষ্কার করা হয়।
অ্যাডভোকেট শুকুর আলী গাজীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনজীবী পদ ব্যবহার করে আবুল কাশেম পাটোয়ারীর জমি দখল করেছেন। অ্যাডভোকেট মো. আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইন লঙ্ঘন করে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালনের তথ্য গোপন করে আইনজীবী সনদ নিয়েছেন। অ্যাডভোকেট ক্ষিতীশ চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নীলফামারী জেলার সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র : ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম