বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদকিদের মানববন্ধন
ঝিনাইদহে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদকিদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি ::(২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভূক্তিমুলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে ৩ মে বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক শেখ সেলিম, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু,সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, আসিফ ইকবাল মাখন, সাংবাদিক সাদ্দাম হোসেন, শাহারিয়ার রহমান রকি ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া,অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে সাংবাদিকরা নির্যাতন, হয়রানীর মুলক মামলার শিকার হচ্ছে সাংবাদিকরা, তাদেরকে মুক্ত ভাবে সংবাদ লিখতে দেওয়া হচ্ছে না, লিখলে নির্যাতন করা হচ্ছে এবং মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে । তাই আজ থেকে সাংবাদিকদের উপর থেকে সকল নির্যাতন যেন বন্ধ করা হয় এবং তাদেরকে মুক্ত ভাবে লিখতে দেওয়া হয় এ দাবি জানান বক্তারা।