বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
বিশ্বনাথে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আমির হোসেন বলেছেন, অকাল বন্যায় মানুষের ফসলের ক্ষতি হলেও দেশের কোনো মানুষ না খেয়ে মরবে না। সরকার দেশের মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। দেশের যে কোনো স্থানে দূর্যোগ হলে সেখানকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমনটি সুনামগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়ে ছেন। আর তাই ক্ষতিগ্রস্থ কৃষদের মধ্যে প্রধানমন্ত্রী নগদ টাকা ও চাউল বিতরণের উদ্যোগ নিয়েছেন। ৩ মে বুধবার সকালে তিনি সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে প্রাঙ্গনে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ ইউনিয়নবাসীর মাঝে ভিজিএফ’র চাউল ও নগদ টাকা বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানে ইউনিয়নের ৭শতটি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে ৩৮ কেজি চাউল ও নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এএসএম ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, জেলা ত্রাণ ও পূণর্বান কর্মকর্তা মোকজেলুর রহমান মজুমদার, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) শফিকউদ্দিন ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ এইডের ত্রাণ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বন্যায় দূর্গত ও গরীব-অসহায়দের মধ্যে বিশ্বনাথ এইড ইউকে’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মে বুধবার দুপুরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় পরিষদের মিলনায়তনে এলাকার ১২০টি পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী (৫ কেজি চাউল ও ২ কেজি আটা) বিতরণ করা হয়।
খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন’র সভাপতিত্বে ও মেম্বার শফিক মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের জজ বেলায়েত হোসেন, বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি মিছবাহউদ্দিন ও সহ-সভাপতি কাউন্সিলর আয়াছ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউকে’র লাইফ মেম্বার সাদেক আলী, কবির মিয়া, আব্দুস শহিদ, ছোরাব আলী ও বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ।