শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বাবা-মেয়ের আত্মহত্যা : আটক শহীদের মুক্তি
বাবা-মেয়ের আত্মহত্যা : আটক শহীদের মুক্তি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০৮মি.) গাজীপুরের শ্রীপুরে বিচার না পেয়ে বাবা-মেয়ের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় আটক শহিদুল ইসলাম শহীদ (৩০) মুক্তি পেয়েছেন।
আটক শহীদ মামলার আসামি শহীদ নন বলে বাদি শনাক্ত করার পর ৩ মে বুধবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতারের খবর পেয়ে শ্রীপুরে যাই। পরে আটক ওই ব্যক্তিকে মামলার বাদী হালিমা বেগমকে দিয়ে শনাক্ত করানোর সময় বাদী তাকে আসামি হিসেবে শনাক্ত করেননি। পরে ওই ব্যক্তিকে শ্রীপুর থানা পুলিশের কাছে রেখে চলে আসি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, শনাক্ত করার সময় বাদী জানান আটক শহীদ তার মামলার আসামি নন। তিনি অন্য শহীদ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর কর্ণপুর এলাকা থেকে স্থানীয় নাসির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম শহীদকে আটক করেছিল শ্রীপুর থানা পুলিশ।
২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় পালিত মেয়ে আয়েশা আক্তারকে (৮) নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রীপুরের সিটপাড়া গ্রামে দিনমজুর হয়রত আলী (৪৫) আত্মহত্যা করেন। হযরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ- তার মেয়েকে বাড়ির থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে ফারুক। এলাকার মানুষ টের পেয়ে ওই মেয়েকে রক্ষা করে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানিয়ে প্রতিকার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হয়রত আলী।
এদিকে ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় হালিমা বেগম ওই ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। গত সোমবার ওই মামলায় আবুল হোসেনকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে রেলপুলিশ।