শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে রাঙামাটিতে জনকণ্ঠের বিরুদ্ধে মামলা
অবশেষে রাঙামাটিতে জনকণ্ঠের বিরুদ্ধে মামলা
কোর্ট প্রতিবেদক :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় বিকাল ৫.০৫মি.) দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি সংবাদে ‘গৌতম বুদ্ধ ও রাঙামাটি রাজবন বিহারের ভাবমূর্তি’ নষ্ট করার অভিযোগ এনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ, নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এবং প্রতিবেদক ফিরোজ মান্না’র বিরুদ্ধে অবশেষে রাঙামাটিতে মামলা হয়েছে ।
৪ মে বৃহস্পতিবার রাঙামাটি আমলি আদালতের বিচারক সাবরিনা আলী’র আদালতে এই মামলা করা হয়। রাঙামাটি রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসাবে গণ্য করার জন্য রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদকে নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান,অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, অ্যাডভোকেট রাজীব চাকমা ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও অ্যাডভোকেট রাজীব চাকমা সিএইচটি মিডিয়া রাঙামাটি কোর্ট প্রতিনিধিকে জানিয়েছেন, সাম্প্রদায়িক উসকানি, দেশের আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীলতা তৈরি এবং বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানসহ রাজবন বিহারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে এই মামলা করা হয়েছে।
২৬ এপ্রিল বুধবার রাঙামাটি রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।
উল্লেখ গত ২৪ এপ্রিল দৈনিক জনকণ্ঠে ‘পার্বত্য এলাকায় নতুন অশান্তি সৃষ্টির চেষ্টায় ভাবনা কেন্দ্র’ শীর্ষক এক সংবাদে গৌতম বুদ্ধ,বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানসহ ও রাজবন বিহার সম্পর্কে আপত্তিকর সংবাদ পরিবেশ করা হয়। বৌদ্ধধর্মীয় অনুভুতিতে আঘাত করে আপত্তিকর সংবাদটি প্রকাশ করার পর ক্ষোভ জানিয়ে পার্বত্য চট্টগ্রামসহ দেশে ও বিদেশে বিভিন্নস্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।