শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » এসএসসি’তে সফিউদ্দিন স্কুল গাজীপুর জেলায় প্রথম
এসএসসি’তে সফিউদ্দিন স্কুল গাজীপুর জেলায় প্রথম
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) এসএসসি পরীক্ষার ফলাফল ৪ মে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ফলাফলে টঙ্গীর প্রায় প্রতিটি স্কুলে এবার ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। টঙ্গীর কোন শিক্ষা প্রতিষ্ঠানই এবার শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।
তবে টঙ্গীর সফিউদ্দিন স্কুল এন্ড কলেজ এবারও এসএসসি পরীক্ষায় ৪১০জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম স্থানে রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৯৯জন পরীক্ষায় অংশ নিয়ে ৩ জন ছাত্রছাত্রী ফেল করায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।
এদিকে টঙ্গীর সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ৩৫৩জন পরীক্ষা দিয়ে ১৫৩জন জিপিএ-৫ পেলেও ১জন ছাত্র অনুপস্থিত থাকায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি।
এদিকে টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় ৬১০জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৯জন জিপিএ-৫ পেলেও ২১জন পরীক্ষার্থী ফেল করায় এবার ফল বিপর্যয়ের শিকার হয়েছে।
হায়দরাবাদ রমনী কুমার পৈত স্কুল এন্ড কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১১জন, সাহাজ উদ্দিন সরকার আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৪০ জন, আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় থেকে ২৮জন, নোয়াগাও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও কোন স্কুলই শতভাগ পাশের কৃতিত্ত্ব অর্জন করতে পারেনি।