শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে এসএসসি’র ৪৬৫ পরীক্ষার্থীর ফলাফল নাই
ত্রিশালে এসএসসি’র ৪৬৫ পরীক্ষার্থীর ফলাফল নাই
ময়মনসিংহ অফিস :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৫মি.) ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের ৮টি বিদ্যালয়ের ৪৬৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও ৪ মে বৃহস্পতিবারে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার তাদের ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
জানা যায়, উপজেলার ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজ, ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজ, নজরুল একাডেমী (ভোকেশনাল শাখা), নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), কাটাখালি ওমর আলী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), বাগান ইসলামিয়া আলিম মাদরাসা (ভোকেশনাল শাখা)’র ৮টি বিদ্যালয়ের ৪৬৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের ফলাফল প্রকাশিত হয়নি।
এ ব্যাপারে ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছি না। তবে শুনেছি কারিগরি পরীক্ষা কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোর কারনে ত্রিশালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের সকলেই ফেল করেছে।
কাটাখালি ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক জানান, বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করলে তিনি জানান আমি বোর্ডে যোগাযোগ করে আপনাদেরকে জানাব।গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম জানান, আমরা বাস্তব প্রশিক্ষণ কোডে যথা সময়ে ফলাফল প্রেরণ করলেও মূল ফলাফলের সঙ্গে সংযুক্ত হয়নি। বিষয়টি জানতে পেরে আমরা পরবর্তীতে আবারও জরিমানা দিয়ে জমা দিলেও ফলাফল আসেনি।
ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কারিগরি পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, কি কারণে ফলাফল আসেনি তা বুঝে উঠতে পারছি না। তবে মনে হয় আমরা মার্কস অনলাইনে পাঠিয়েছি তা উনারা হয়ত পাননি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম সিএইচটি মিডিয়াকে জানান, এসএসসি ভোকেশনাল কেন্দ্রের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র বোর্ডে জমা না হওয়ায় ফলাফল স্থগিত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।