বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » এক্সক্লুসিভ » মূলধারার রাজনীতি নিয়ে টরন্টোতে সেমিনার
মূলধারার রাজনীতি নিয়ে টরন্টোতে সেমিনার
কানাডার মূলধারার রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ বাড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা। এই লক্ষ্যে সংগঠনটি আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ডেনফোর্থের এক্সেস পয়েন্টের কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করেছে।
প্রসঙ্গত মূলধারার রাজনীতি ও নির্বাচন নিয়ে টরন্টোর বাঙালি কমিউনিটিতে এই ধরনের আয়োজন এই প্রথম।
কানাডার নির্বাচন ও বাংলাদেশি কমিউনিটির ভূমিকা শীর্ষক এই সেমিনারে ইলেকশন কানাডার প্রতিনিধি হিসেবে রিটার্নিং অফিসার জেস পলিন মূল বক্তব্য উপস্থাপন করবেন। এ ছাড়াও বিশেষজ্ঞ আলোচক হিসেবে সেটেলমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেসের সাবেক নির্বাহী পরিচালক, কানাডার ফেডারেল সরকারের সম্মানজনক সিটিজেনশিপ অ্যাওয়ার্ড বিজয়ী ড. কাজী সদরুল হক, জর্জ ব্রাউন কলেজের ইংরেজির অধ্যাপক ড. সুজিত দত্ত, বেসরকারি সংস্থা এক্সেস পয়েন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আলমগীর, টরন্টো স্টারের স্টাফ রিপোর্টার তামারা খন্দকার বিষয়বস্তুর ওপর আলোচনা করবেন। এতে সভাপতিত্ব করবেন অ্যালামনাইয়ের সভাপতি ও সাংবাদিক শওগাত আলী সাগর।সভায় উপস্থিতি
৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউতে (ভিক্টোরিয়া পার্ক ও ডেনফোর্থ ইন্টারসেকশনের গ্যাস স্টেশনসংলগ্ন) এক্সেস পয়েন্ট মিলনায়তনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই আলোচনা কমিউনিটির সকলের জন্য উন্মুক্ত। আসনসংখ্যা সীমিত থাকায় অংশগ্রহণে আগ্রহীদের [email protected]
১৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় সিইউএএসি সিভিক এনগেজমেন্ট ইনিশিয়েটিভ প্রোগ্রামের অনুমোদন ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের সভাপতি শওগাত আলী সাগরের সভাপতিত্বে এই সভায় আলোচনায় অংশ নেন অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, বাহাউদ্দিন বাহার, তাপস ভট্টাচার্য, মিনারা বেগম, সমর পাল, সুধান রায়, শফিউদ্দিন আহমেদ, অনুপ সেনগুপ্ত, সৈয়দা সেলিনা সারোয়ার, এ এম এম তোহা, নাজমুল মুন্সী, খোরশেদ আলম, কামরুল আলম চৌধুরী, কানিজ ফাতেমা, গিয়াসউদ্দিন আহমেদ ও তারেক কামাল প্রমুখ।