বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে প্রেসক্লাব ও বনপা’র অভিনন্দন
প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে প্রেসক্লাব ও বনপা’র অভিনন্দন
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশ থেকে প্রকাশিত ও প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল গুলো নিবন্ধীত করার উদ্যোগ গ্রহণ করায় জাতীয় অনলাইন প্রেস ক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র নেতৃবৃন্দসহ সকল সদস্য ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক ড. জানে আলম রাবিদ, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন,সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী স্বাক্ষরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ।দেশের অনলাইন নিউজ পোর্টাল গুলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারকে সাধ্যাতীত ভাবে সহযোগিতা করে যাচ্ছে । সরকারের চাপিয়ে দেয়া নীতিমালা বাতিল এবং অনলাইন নিউজ পোর্টাল গুলো সহজ শতে নিবন্ধীত করার জন্য ২০১২ সালের ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন থেকে বনপা‘র প্রতিষ্ঠাতা সভাপতি দেশ ব্যাপী আন্দোলনে ডাক দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঘোষণা দেন সরকার অনলাইন নিউজ পোর্টাল মালিকদের উপর কোন নীতিমালা চাপিয়ে দেবে না। তিনি অনলাইন নীতিমালা তৈরী করার জন্য ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করেন । উভয় কমিটিতে বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনকে অণ্তরভুক্ত করা হয়। অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশনে যাতে কোন অর্থ ধার্য করা না হয় এই দাবী ছিল বনপা’র সভাপতির। সেই দাবীর অালোকে প্রস্তুত করা হয় অনলাইন নীতিমালা।
নেতৃবৃন্দ বলেন আজকের এই সফলতা বনপা’র আন্দোলনের ফসল । অনলাইন নিউজ পোর্টাল গুলো রেজিষ্ট্রেশন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন এতে প্রমানিত হয় সরকারের রয়েছে যথেষ্ট সদ্বিচ্ছা ।
বিবৃতিতে জাতীয় অনলাইন প্রেস ক্লাব ও বনপা’র নেতৃবৃন্দ আরো বলেন, দেশে অগনিত অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হচ্ছে । এর মধ্যে অনেক নিউজ পোর্টাল সরকারে উন্নয়ন কর্মকান্ডের বিরোধী করছে আবার কো্ন কোন নিউজ পোর্টাল জঙ্গিবাদকে উষ্কে দিচ্ছে । আবার কেউ কেউ অশ্লীলতা ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করছে ।এরা যাতে এই সুযোগে নিবন্ধীত হতে না পারে সে দিকে সর্তক দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতির প্রতি আন্তরিক সমর্থন জানান :
বনপা’র সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মুহিত চৌধুরী, মিজানুর রহমান হেলাল, ওবায়েদ উল্লাহ ভুলন, তারেকউজ্জামান খান আমিরুল ইসলাম আসাদ, বনপা’র সি.যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনিকে সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সমাজ কল্যাণ সম্পাদক সরকার রুহুল আমীন, মহিলা বিষয়ক সম্পাদিকা জোহরা পারভীন জয়া, সোহেল রেজা, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক সুলাইমান মেহেদী হাসান, প্রকৌশলী রায়হানুল ইসলাম, এ্যাড. মুজাহিদুল ইসলাম, প্রদীপ বড়ৃয়া জয়, খলিল উদ্দিন ফরিদ, মো. আনোয়ার হোসেন, মুসাইদ হোসেন, কামরুল ইসলাম হৃদয়, প্রদীপ ঘোষাল তপু, ওয়ালী উল্লাহ খান, বিপ্লব চাকমা, জুঁই চাকমা,খাদিজা আক্তার পপি প্রমুখ।