শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেওয়ারিশ মহিলার শেষকৃত্য : অবশেষে পরিচয়
বেওয়ারিশ মহিলার শেষকৃত্য : অবশেষে পরিচয়
রাউজান প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১১.২০মি.) অবশেষে বেওয়ারিশ মেয়েটির পরিচয় পাওয়া গেছে তবে ততক্ষণে লাশ বেওয়ারিশ হিসাবে কবর হয়ে গেছে।
রাউজান থানার অন্তর্গত ১০নং গুজরা ইউনিয়নের পশ্চিম আধাঁরমানিক গ্রামের মিসেস্ লাকী রাণী বড়sয়া স্বামী- রতন বড়sয়া গত ২৭শে এপ্রিল বৃহ্স্পতিবার সকাল ১০ ঘটিকায় বাপের বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়। বাপের বাড়ীও রাউজান থানার ৬ নং বিনাজুরী ইউনিয়নের পূর্ব ইদিল পুর গ্রামে। নিহত লাকী রাণী বড়sয়ার পিতার নাম জয়দত্ত বড়ুয়া। বাপের বাড়ী যাওয়ার পথে সাথে করে প্রতিবন্ধী ভাগিনীকে (নিহতের স্বামীর বড় বোনের মেয়ে) নিয়ে আসে রাউজান সদরে সোনালী ব্যাংক থেকে প্রতিবন্ধী ভাতা তোলার জন্য। প্রতিবন্ধী ভাতা তুলে দুপুর আনুমানিক ১ টায় জলিল নগর বাসষ্ট্যান্ড থেকে নোয়াপাড়াগামী লোকাল সিএনজি করে আধাঁর মানিক যাওয়ার জন্য প্রতিবন্ধী ভাগীনিকে একা গাড়িতে তুলে দেন এবং লাকী বড়ুয়া বাপের বাড়ী থেকে ২৯ শে এপ্রিল ২০১৭ শনিবার শ্বশুরবাড়ী ফেরত যাওয়ার কথা বলেন। কিন্তু শনিবার শ্বশুরবাড়ী ফেরত না যাওয়ায় রবিবার নিহতের স্বামী রতন বড়ুয়া শ্বশুর জয়দত্ত বড়ুয়াকে ফোন করে ফেরত না আসার কারণ জানতে চান। তখন জয়দত্ত বড়ুয়া বলেন যে তার মেয়ে বাপের বাড়ী আসেননি। তখনই শ্বশুরবাড়ীর লোক এবং বাপের বাড়ীর লোক সবাই জানতে পারেন যে লাকী বড়ুয়া বৃহস্পতিবার থেকে নিখোঁজ। অনেক খোঁজা-খুঁজি করে না পেয়ে রাউজান থানায় সাধারন ডায়েরি করেন নিহতের স্বামি রতন বড়ুয়া।
গত ৩০শে এপ্রিল রবিবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় কাউখালী থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাষ্টার ঘোনা গ্রামস্থ আশিষ সাহেবের পাহাড়ের উপর কড়ই গাছের ডালের সাথে জর্জেড শাড়ীর সাথে ঝুলানো এক লাশ পাওয়া যায়। ১লা মে সোমবার সন্ধ্যা ৬টার দিকে বেতবুনিয়ায় এক অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে এই রকম এক সংবাদ পায় নিহত লাকী রানী বড়ুয়ার পরিবার। খবর পেয়ে তারা সন্ধ্যা ৭ টার দিকে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে যায়। ততক্ষনে লাশ বেওয়ারিশ হিসাবে পোষ্ট মর্টেম করে রাঙামাটি পৌরসভার তত্ত্বাবধানে আসাম বস্তির পাশে হিন্দু বৌদ্ধ শশ্মানে শেষকৃত্য করা হয়। নিহতের পরিবার কাউখালী থানাধীন বেতবুনিয়া পুলিশ ফাড়িঁতে গিয়ে লাশের ছবি এবং পুলিশের জব্দকৃত আলামত দেখে সনাক্ত করে লাকী রাণী বড়ুয়ার লাশ। নিহতের পরিবার এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করছেন এবং জড়িতদের তদন্ত করে দ্রুত বিচার দাবি করেছেন।