রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » বগুড়ায় পুত্রের জীবন বাঁচাতে মায়ের কিডনী দান
বগুড়ায় পুত্রের জীবন বাঁচাতে মায়ের কিডনী দান
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫২ মি.) বগুড়ার গাবতলীতে একমাত্র পুত্রের জীবন বাঁচাতে গর্ভধারিনী মা কিডনী দান করে এক বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
একাধিক সূত্রে জানা যায়, গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের আব্দুল হামিদ ও মিনারা বেগমের একমাত্র পুত্র জিএম রাসেল আহমেদ (৩০) এর দুটি কিডনী নষ্ট হয়ে যায়। এরপর সে দূীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছিল। বহুসময় পেরিয়ে গেলেও অর্থের অভাবে সে কিডনী স্থাপন করতে পারেনি। অবশেষে পুত্রের জীবন বাঁচাতে মমতাময়ী মা ‘মিনারা বেগম’ তাঁর দুটি কিডনী’র মধ্যে একটি কিডনী পুত্র’কে দেওয়ার সিন্ধান্ত গ্রহন করেন। মা তাঁর একমাত্র পুত্র কে কিডনী দান করছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি প্রতিবেদন গাবতলী মডেল থানা ওসি’র নিকট প্রেরন করা হলে বিষয়টি তদন্ত করতে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহেল রানা’কে দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে তদন্তকারী অফিসার এসআই সোহেল রানা জানান, বিষয়টি যথাযথ ভাবে সত্য। তবুও যদি ছেলেটাকে মা বাঁচাতে পারে। মায়ের দান করা একটি কিডনী দিয়ে পুত্রের জীবনকে যদি বাঁচানো যায়। রাসেল বর্তমানে ঢাকা শ্যামলীতে অবস্থিত সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতাল পরিচালক এফসিপিএস (সার্জারী) অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের দায়িত্বে চিকিৎসাধীন রয়েছে। রাসেল ও তাঁর মা মিনারা বেগম সকলের নিকট দোয়া প্রার্থী।