রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাপাসিয়ায় পুলিশের চুরি হওয়া পিস্তল উদ্ধার: আটক ১
কাপাসিয়ায় পুলিশের চুরি হওয়া পিস্তল উদ্ধার: আটক ১
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও গুলি ২৬ দিন পর ৬ মে শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সজিব মিয়া (২৬) নামে একজনকে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সজিব পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক ৭ মে রবিবার সকালে এ তথ্য জানান।
জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন আহমদ তার থানা সংলগ্ন শহরের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এতে তার বাসা থেকে ব্রাজিলের তৈরি সরকারি ৯ এমএম পিস্তল ২৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন এবং টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এ সময় তার বাসায় কেউ ছিল না। এ ঘটনায় সুমন আহমেদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তাকে বাদী করে চুরির মামলা দায়ের করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক সিএইচটি মিডিয়াকে জানান, অভিযানটি এসআই মনিরুজ্জামান খান ও এসআই দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সজীব দীর্ঘদিন যাবৎ নবীপুর গ্রামের নানা আবদুল বারেকের বাড়িতে থাকত। সে গাড়ি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম এবং ভাড়াটিয়া কিলার হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে কটিয়াদী, সাভার ও কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া অস্ত্রটি তার নানা বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে পলিথিনে মোড়িয়ে মাটির নিচে লুকিয়ে রেখে ছিল।