সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৬ তম জন্মদিন পালিত
বরগুনায় কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৬ তম জন্মদিন পালিত
বরগুনা প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মদিন উপলক্ষে ৮ মে ২৫শে বৈশাখ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ করে আলোচনা সভায় মিলিত হয়। বরগুনা সাহিত্য পরিষদের সভাপতি ও বরগুনা আইডিয়াল কলেজের প্রভাষক (বাংলা) তাপস চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরগুনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর কিসলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা সাহিত্য পরিষদের সহ সভাপতি ও প্রভাষক (বাংলা) কায়কাউস স্বপন, গোবিন্দ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক ও বদরখালী সিনিয়র মাদ্রাসার শিক্ষক (বাংলা) মো. জহিরুল হক প্রমূখ।