সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষা সপ্তাহ উপলক্ষে বগুড়ায় সনদপত্র বিতরণ
শিক্ষা সপ্তাহ উপলক্ষে বগুড়ায় সনদপত্র বিতরণ
বগুড়া প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) জাতীয় শিক্ষা সপ্তাহ ও শৃজনশীল মেধা অন্বেষন-২০১৭ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ৭ মে রবিবার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে মাধ্যমিক হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউএনও মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার টিএম আব্দুর হামিদ। প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহিদ, সৈয়দ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, অধ্যক্ষ রেজাউল বারী, ছাত্র তৌফিকুর রহমান প্রমূখ। শেষে প্রধান অতিথি উপজেলার “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান” হিসেবে সৈয়দ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, সুখান পুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনু ও দূর্গাহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল শাকুরকে এবং “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” হিসেবে সৈয়দ আহম্মেদ কলেজ, গাবতলী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও গাবতলী আলিম মাদ্রাসাকে ক্রেষ্ট পুরস্কার দেন। এছাড়াও অতিথিবৃন্দ শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের মাঝে শৃজনশীল মেধা অন্বেষন-২০১৭ এর পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।