মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে মোয়াজ্জিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা: আহত ৩
ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে মোয়াজ্জিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা: আহত ৩
ময়মনসিংহ অফিস :: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি আহমদিয়া মসজিদের মুয়াজ্জিন মোস্তাফিজুর রহমান (৩২)কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় আহত হন মসজিদের ইমাম মোসলেম উদ্দিন, মোয়াজ্জেম মোস্তাফিজুর রহমান এবং অন্যজন মুসল্লি। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত মুয়াজ্জিন মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে কী কারণে হামলা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
৮ মে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর এলাকায় অবস্থিত মসজিদের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভিতর রক্তে ভেসে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, রাত সাড়ের আটটার দিকে মসজিদে এশার নামাজের জামাত আয়োজনের প্রস্তুতি চলছিল। ওই সময় মুসল্লির ছদ্মবেশে ৫-৬ জনেরর একটি দুর্বৃত্ত দল মসজিদের ঢুকে মুয়াজ্জিনকে কোপাতে শুরু করে। এ সময় মসজিদে উপস্থিত অন্য মুসুল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দৌড়াদৌড়ি শুরু হয়। পরে রক্তাক্ত অবস্থায় মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ফেলে রেখে দুর্বত্তরা পালিয়ে যায়।
দুর্বত্তরা পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেলে। এ ঘটনায় উত্তেজিত লোকজন ধৃত লোকটিকে গণপিটুনি দিলে সে অচেতন হয়ে পড়ে।
স্থানীয়রা সিএইচটি মিডিয়াকে জানান,গণপিটুনিতে আহত মো. আব্দুল আহাদ (২০) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
এলাকার ইউপি সদস্য মো. ইউসিুফ মিয়া সিএইচটি মিডিয়াকে বলেন, মুয়াজ্জিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মসজিদটি খানপুর গ্রামের রজব আলী ও আইয়ুব আলী নামে দুই ব্যক্তির জমিতে প্রতিষ্ঠিত।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে জানান, মুমূর্ষ অবস্থায় মুয়াজ্জিনকে ও আটক দুর্বৃত্ত আব্দুল আহাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মুয়াজ্জিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এদিকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম । তিনি জানান, কী কারণে এ হামলা তা খতিয়ে দেখা হচ্ছে ।