মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ভালুকায় এক কলা গাছে ১’শ মোচা!
ভালুকায় এক কলা গাছে ১’শ মোচা!
ময়মনসিংহ অফিস:: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৮মি.) ময়মনসিংহের ভালুকায় এক কলা গাছে প্রায় একশ’টি মোচা ধরেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি কলা গাছে সাধারণতঃ একটি মোচাই সচরাচর দেখা যায়।
এ বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে একসঙ্গে এতগুলো মোচা নিজ চোখে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে শত শত উৎসুক লোকজন ভিড় করছে।
ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পনিবান্ডা গ্রামের সবুর মিয়ার বাড়ির বসতভিটার পশে মৎস্য খামারের পাড়ে রোপণ করা কলা গাছে বিরল এ ঘটনাটি ঘটে। এলাকার লোকজন এটাকে সৃষ্টিকর্তার কুদরত বলে অভিহিত করছেন।
ওয়ার্ড মেম্বার শাহজাহান খান সিএইচটি মিডিয়াকে জানান, আমরা ১০০টি মোচার উপরে গুনেছি আরও কিছু মোচা’র মুখ গাছের ছালের নিচে দেখা যাচ্ছে আজকের দিন অতিবাহিত হলে সবগুলো দেখা যাবে।
গাছের মালিক স্থানীয় বাজারের চা দোকানদার সবুর মিয়া সিএইচটি মিডিয়াকে বলেন, আমি কিছুদিন আগে মোচাটা একটু অগোছালো দেখিছি কিন্তু আজ গিয়ে দেখি ওই একটি মোচার পাশাপশি আরও অনেক মোচা ধরেছে।
ওই এলাকার ফাইজুল, হামিদ, রাশেদ বলেন, আমরা এর আগে এমন কলা গাছ দেখিনি তাই শোনার পরে নিজের চোখে দেখতে এলাম।