বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত
উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত
উখিয়া প্রতিনিধি,পলাশ বড়ুয়া :: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “বুদ্ধ পূর্ণিমা” সারা বিশ্বের ন্যায় উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১০ মে (বুধবার) কক্সবাজারের উখিয়ায় সার্বজনীন ভাবে বুদ্ধ পূর্ণিমা বা ২৫৬১ বুদ্ধবর্ষ এবার হলদিয়াপালং ইউনিয়নের ধর্মানন্দ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি শ্রীমৎ এস. ধর্মপাল মহাথেরো।
দিনব্যাপী কর্মসূচীতে উপজেলাব্যাপী শান্তি শোভাযাত্রা, রক্তদান কর্মসূচী, সংঘদান, সদ্ধর্মালোচনা সভা।
অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে এবারের বুদ্ধ পূর্ণিমায় সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিটকে ৩৯ ব্যাগ রক্তদান করা হয়। রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথেরো।
সদ্ধর্মসভায় বক্তারা বলেন, মহামানব গৌতম বুদ্ধ প্রতিনিয়ত মানব কল্যাণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অহিংস, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। ধর্মকে আমরা কোনো সীমার মধ্যে রাখতে চাই না। ধর্ম সমগ্র মানবতার।