বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যার দায়ে স্বামী জানে আলম গ্রেফতার
স্ত্রী হত্যার দায়ে স্বামী জানে আলম গ্রেফতার
রাউজান (উত্তর) প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.২২মি.) স্ত্রী হত্যার দায়ে রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের হাজী আব্দুল লতিফের কাতার প্রবাসী ছেলে মো. জানে আলমকে(৩৮) গ্রেফতার করেছে পুলিশ। জানে আলমের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার গুজরা ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামে।
১০ মে বুধবার ঘাতক জানে আলম ইয়াসমিন আক্তার (২৫) পানিতে ডুবে মারা গিয়াছে বলে সংবাদ দেয় নিহতের পিতা আবুল কাসেমকে। নিহত ইয়াসমিন আক্তারের বাবার বাড়ি রাঙ্গুনীয়া থানার সরব বাটা গ্রামে । খবর পেয়ে ছুটে আসেন আবুল কাসেম মেয়ের লাশ দেখতে। ততক্ষণে লাশ নোয়াপাড়া কসমিক ক্লিনিক থেকে বাড়িতে নিয়ে আসেন । লাশ দেখে নিহতের পিতার সন্দেহ হলে তিনি রাউজান থানার গুজরা পুলিশ ফাড়িঁতে খবর দেন। খবর পেয়ে গুজরা ফাড়িঁর এস আই মহসিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান এবং স্বামী মো. জানে আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। নিহতের স্বামীর জানে আলমের দাবি ইয়াসমিন আক্তার মৃগী রোগী ছিলেন।