বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় ৩শ’২০ পিচ ইয়বা সহ শিক্ষার্থী আটক
বরগুনায় ৩শ’২০ পিচ ইয়বা সহ শিক্ষার্থী আটক
বরগুনা প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.২৫মি.) বরগুনার বামনায় ৩শ’ ২০পিচ ইয়বা ট্যাবলেট সহ জহিরুল হক নামে দশম শ্রেনীর এক ছাত্রকে আটক করেছে বামনা থানা পুলিশ। বুধবার ১০ মে রাত সাড়ে ৮ টায় দিকে বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক জহিরুল হক বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘাছোট লবনগোলা গ্রামের বারেক হাওলাদারের ছেলে। বামনা থানার এসআই জাহাঙ্গীর ওসেরাজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সন্দেহজনক ভাবে জহিরুল হককে আটকের পর তার দেহ তল্লাসি-চালিয়ে প্যান্টের পকেট থেকে তিন শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটক জহিরুল হক প্রাথমিকভাবে দায় শিকার করেছেন।
তাছাড়া বরগুনার ডৌয়াতলা এলাকার ওয়াসিম নামের এক ব্যক্তির কাছে ট্যাবলেট গুলো নিয়ে যাচ্ছিল সে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় আদালতের মাধ্যমে সকালে তাকে বরগুনা জেল কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান।