বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নেত্রকোনায় ভিজিএফ তালিকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
নেত্রকোনায় ভিজিএফ তালিকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
ময়মনসিংহ অফিস :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৯মি.) নেত্রকোনা জেলার মদনে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিফ তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র দু’পক্ষের প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মদন থানার দুই এএসআই আহত হন।
১০ মে বুধবার সন্ধ্যার আগে মদন উপজেলার মদন ইউনিয়নে দক্ষিণ পাড়ায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়।
এ সংঘর্ষে গুরতর আহত মনি (২৮), রফিকুল (৩২), রিফাতকে (১২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ মে মদন দক্ষিণ পাড়ার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়ার বিরুদ্ধে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিএফ তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়ালসহ আরও কয়েকজন উপজেলা নিবার্হী অফিসারের বরাবর অভিযোগ দায়ের করেন।
এ বিষয়টি জানাজানি হলে দুই বর্তমান ও সাবেক মেম্বারের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরই পরিপ্রেক্ষিতে বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য এএসআই হানিফসহ ২৫ জন আহত হন।
সংঘর্ষে আহত মনি (২৮), রফিকুল (৩২), রিফাত (১২)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, তবুজ (৫৪), শামীম (৩২), সনি (২২) শফিকুল (২৮), ফুলচান(৪৪), কাঞ্চন (৫০), নূর মিয়া (৫৫), ছোটন (৩৫), জলিল (৫৫), আওয়াল (৩২), আলীনূর (৩২), পাইলট (৩২), আনোয়ার (১৮), এরশাদ (৩২) সাইদুর (৪৫), আকবর (২৮), নান্টু (৪০), খাইরুল (৩০), জলিল (৪৫)কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এএসআই হানিফ ও আকরাম সিএইচটি মিডিয়াকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমিসহ আরও ৪ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যাই। কী নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। তবে বিষয়টি জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে গেলে এএসআই হানিফ ও আকরাম আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।