বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা জুয়ার আসর
সিলেটে প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা জুয়ার আসর
সিলেট প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) সিলেটের জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে প্রকাশ্য জনসম্মুখে প্রশাসনের নাকের ডগায় চলছে জমজমাট জুয়া খেলার আসর।
ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশনের বিসিআইসির পুরাতন গুদাম ঘরে ও ফেঞ্চুগঞ্জের রেল কলোনীর রহিম মিয়ার ঘরে প্রতিদিন এই জুয়া ও নেশার আসর বসে।
নেশা ও জুয়ার টাকা জোগার করতে এলাকার উঠতি পোলাপানেরা চুরি, পকেটমারসহ নানারকম অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে ফেঞ্চুগঞ্জ উপজেলায় চুরির প্রবণতা দিন দিন বেড়েই চলছে এই তাসের জুয়া খেলায় মাইজগাঁও এলাকাসহ আশপাশের এলাকার কলেজ পড়ুয়া তরুণ ও যুবকরা জড়িয়ে পড়ছে।
এদিকে পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী সুত্রে জানা যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার গোলাঘাট গ্রামার মৃত রইছ মিয়ার ছেলে রুজেল মিয়া ও একই উপজেলার পুরানগাঁও গ্রামের গফুর মিয়ার ছেলে বুদ মিয়ার নেতৃত্বে ওই জুয়া খেলা চলছে। তাদের সাথে বাদে দৈউলী গ্রামের সোহাগ মিয়ার ছেলে আরেক কুখ্যাত জুয়াড়ি সামু মিয়াও জড়িত আছে।
প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত কুখ্যাত জুয়াড়িরা এসে সমবেত হয়। তারা হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলায় মেতে উঠেন। এলাকার কিছু প্রভাবশালী লোককে হাত করে চালিয়ে যাচ্ছে এই রমরমা জুয়ার আসর।
মাইজগাঁও এলাকার আব্দুল মুকিত শিপলু সিএইচটি মিডিয়াকে বলেন, ভিন্ন এলাকার লোকজন এসে আমাদের মাইজগাঁও এলাকায় এসে জুয়া খেলছে, তারা আমাদের এলাকার দুর্নাম করছে ও যুবসমাজকে নষ্ট করছে এই জুয়া খেলা পুলিশের সহায়তার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সিএইচটি মিডিয়াকে বলেন, জুয়া খেলা অবশ্যই অপরাধমুলক কাজ। আমি ফেঞ্চুগঞ্জ থানায় গত ৩ মে যোগদান করেছি, নতুন হিসাবে জুয়ার বিষয়ে এখনো অবগত হয়নি।