শুক্রবার ● ১২ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা
রাঙ্গুনিয়াতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৫৮মি.) রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্নিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন বিহারের শত শত ভিক্ষু, দায়ক দায়িকা, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার ১২ মে সকালে শোভাযাত্রাটি উপজেলার কেন্দ্রীয় সৈয়দ বাড়ি ধর্ম চক্র বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পদক্ষিন করে উপজেলা সদর হয়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পাইট্টালী কুল আনন্দরাম বিহার প্রাঙ্গনে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত বিমল জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত অজিতানন্দ মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাস্থবির।
প্রধান ধর্মালোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থেরো।
বিশেষ অতিথি ছিলেন ভদন্ত ধর্মসেন মহাস্থবির, ভদন্ত ইন্দাচারা মহাস্থবির, সাবেক বিভাগীয় বিদ্যালয় পরিদর্শক তরনী সেন বড়ুয়া, পৌর কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, দীপংকরথেরো,শাসনপ্রিয় ভিক্ষু, মনিলাল তালুকদার, সমর বড়ুয়া দোলন, সঞ্চয়ন বড়ুয়া, বিপন বড়ুয়া, সুব্রত বড়ুয়া ও সেতু বড়ুয়া।
এদিকে বুধবার মঙ্গল শোভাযাত্রাশেষে সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিহারধ্যক্ষ করুনা শ্রী থের।
একক সদ্ধর্মদেশনা করেন দেবশ্রী থের।
বক্তব্য রাখেন অশোক তালুকদার, আনন্দ শ্রী ভিক্ষু, মলিন তালুকদার, নির্দেশ বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, প্রসেনজিত বড়ুয়া, উৎপল বড়ুয়া, সমীরন বড়ুয়া, সোহেল বড়ুয়া সুজন, একান্ত বড়ুয়া ও রজত শুভ্র তালুকদার প্রমুখ।