শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে মৃত আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন
গাবতলীতে মৃত আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন
বগুড়া প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মি.) বগুড়ার গাবতলী কাগইলের দাসকান্দি গ্রামে জমিজমা বিরোধের জেরধরে আদালতে দায়ের করা মামলার ১নং আসামী মৃত শামছুল আলম ভেটার বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে।
মামলা ও একাধিক সূত্র জানায়, গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দাসকান্দি (নয়াপাড়া) গ্রামের মৃত জোনাব আলীর পুত্র মতিয়ার রহমান মতির সঙ্গে একই গ্রামের মৃত শরীফ উদ্দিনের পুত্র শামছুল আলম ভেটার জমিজমার বিরোধ চলে আসছিল। এর জেরধরে গত ১৯শে জানুয়ারী ২০১৬ ইং তারিখে মতিয়ার রহমান মতি বাদী হয়ে প্রতিপক্ষ শামছুল আলম ভেটাকে প্রধান আসামী করে ও তাঁর স্ত্রী-পুত্র’সহ ৮ জনের নাম উল্লেখপূর্বক ২-৩ জনকে অজ্ঞাত করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৫/২০১৬ ইংরেজি। পুলিশ তদন্ত শেষে রির্পোট বিজ্ঞ আদালতে দাখিল করলে মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলার ১নং আসামী ভেটা বার্ধক্য জনিত কারণে তাঁর নিজ বাসভবনে গত ১৪ই ফেব্রুয়ারী ২০১৭ ইংরেজি মঙ্গলবার সকাল ১১টায় সে মৃত্যুবরণ করেন। ১নং আসামী শামছুল আলম ভেটা মারা যাওয়ার পরেও আদালত মৃত ব্যক্তি (আসামীর) বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এছাড়াও মৃত আসামী ভেটার বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে তাঁকে অব্যহতি প্রদান করিতে বিজ্ঞ আদালতের সুদৃষ্টি ও সহানূভূতি কামনা করেছেন মৃত আসামীর পরিবার। পরিবার ও মামলা সূত্রে আরো জানা যায়, ১৫/২০১৬ নং দায়ের করা মামলার ১নং আসামী ভেটা মৃত্যুবরণ করলে তবুও বিজ্ঞ আদালতে আসামী ভেটার বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এছাড়াও মামলাটি গ্রাম আদালতে বিচারযোগ্য হলেও বিচারাধীন রয়েছে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে। আসামীর পক্ষে আইনজীবি নিযুক্ত রয়েছেন এড্যাভোকেট মো. শহীদুল ইসলাম।