শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
অন্তর মাহমুদ, খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৯মি.)ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম ও শান্ত হত্যাকারীদের গ্রেফতার, পাহাড়ি সন্ত্রাসীগুলোর অব্যাহত চাঁদাবাজি, প্রত্যাহারকৃত সকল সেনা বাহিনীর ক্যাম্প পুন:স্থাপন ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখা।
১৩ মে শনিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যপী তবলছড়ি চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি ইব্রাহিম মনির, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শাখার রবিউল ইসলাম ও পৌর কমিটির আহবায়ক মো. জালাল আহমেদ,রামগড় বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা মো. সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মো. হারুন ও সাবেক মাটিরাঙ্গা ইউপি মেম্বার মো. আব্দুল কাদের।
এ মানববন্ধন থেকে পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। নামধারী একটি মহল পার্বত্যঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তাদের সেই ঘৃন্ন পরিকল্পনা রুখে দিয়ে প্রয়োজন হলে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মত প্রতিরোধ গড়ে তুলে আবারও পার্বত্যাঞ্চলকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙামাটির ঘিলাছড়ির উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর ছাদিকুল ইসলাম নিঁখোজ হন। তিনদিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।