রবিবার ● ১৪ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্তকরণে এমপি ডা. মোজাম্মেল হোসেন
মোরেলগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্তকরণে এমপি ডা. মোজাম্মেল হোসেন
বাগেরহাট অফিস :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরনখোলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন মোরেলগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্তকরণে নিজের এক মাসের বেতনের টাকা প্রদান করলেন।
১৩ মে শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে ভিক্ষুকদের পুর্ণবাসনের জন্য উপকরণাদি বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ অর্থ ভিক্ষুকদের পুর্ণবাসেন দান করেন।
এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদের সদদ্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল। সভা শেষে ১৬ ইউনিয়নের প্রাথমিকভাবে ৩২ জন ভিক্ষুককে ছাগল, মুরগী ও নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণাদী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহামন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান উপজেলা ১৬ ইউনিয়নের তালিকাভূক্ত ৪৩০ জন্য ভিক্ষুক পর্যায়ক্রমে পুর্ণবাসনের সামগ্রী প্রদান করা হবে।
এ সভায় ১৬ ইউনিয়নের চেয়ারম্যান ও গনমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ের সুধিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।