রবিবার ● ১৪ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে বৌদ্ধ বিহার উদ্বোধন
জুরাছড়িতে বৌদ্ধ বিহার উদ্বোধন
জুড়াছড়ি প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.২৫মি.) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় ২নং বনযোগীছড়া ইউনিয়নে ১৩ মে শনিবার বেনুবন বৌদ্ধ বিহার এবং দেশনালয় উদ্বোধন করা হয়।
বেনুবন বিহার কমিটির সাধারন সম্পাদক সুরেশ চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি চিরঞ্জীব চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি অরবিন্দু চাকমা, সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জ্ঞানমিত্র চাকমা, সাধারন সম্পাদক ধনবিকাশ চাকমা ও ছাত্রলীগ সদস্য শংকর বিজয় চাকমা প্রমুখ।
বেনুবন বৌদ্ধ বিহারটি রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে নির্মান করা হয়।
বিহার ও দেশনালয় উদ্বোধন শেষে সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানা সামগ্রী দান করা হয়।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়ন এর সরকার। এ সরকার দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নানা উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম তথা জুরাছড়িতেও বিভিন্ন উন্নয়ন মুলক কাজে কটিপয় স্বার্থবাদী মহল বাধা স্মৃষ্টি করছে।