রবিবার ● ১৪ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » গনি মিয়া বাবুল শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত
গনি মিয়া বাবুল শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত
ঢাকা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৭মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘শেরে বাংলা স্মৃতি পদক-২০১৭’ এ ভূষিত হয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ১৩ মে শনিবার বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি আব্দুস সালাম মামুন আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পদক প্রদান করেন। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য লায়ন মো. গনি মিয়া বাবুল তাঁর নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে মসজিদ, মাদ্রাসা, স্কুল, পাঠাগার ও শিশু গণশিক্ষা কেন্দ্র প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।