সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর বিশাল জনসমাবেশ (ভিডিওসহ)
রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর বিশাল জনসমাবেশ (ভিডিওসহ)
ষ্টাফ রিপোর্টার :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মি.) রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর ব্যানারে বিশাল জনসমাবেশ করা হয়েছে। ১৪ মে রবিবার রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নুরজাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য সম অধিকার আন্দোলন এর সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম অধিকার আন্দোলনের নেতা কাজী মো. জালোয়া।
সমাবেশে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতা মো. আলমগীর হোসেন, উজ্জ্বল পাল, সম অধিকার আন্দোলনের নেতা রুপ কুমার চাকমা, মার্গারেড পাংখোয়া, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতা শাহাদাৎ ফারাজি সাকীব, আব্দুল মান্নান, নাদীরুজ্জামান, এ্যাডভোকেট আবছার আলী, মো. আফসার হোসেন খান, জাহাঙ্গীর কামাল, এ্যাডভোকেট আলম খান, রেংলাল কার্বারী, মো. ইউনুছ, মোর্শেদা আক্তার, সোহেল রিগ্যান, কমলা বেগম, রাবেয়া বেগম ও প্রকৌশলী আব্দুল মজিদ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের কোন দাবি দাওয়া কর্ণপাত করেনি। মানবাধিকার সংগঠনও সবসময় একটি মহলের পক্ষপাতিত্ব করছে। পার্বত্য এলাকার বাঙ্গালীরা সব সময় অবহেলিত নির্যাতিত। পাহাড়ে সমঅধিকার সংরক্ষন করে বাঙ্গালীদের অধিকার নিশ্চিত করার সরকারের দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা পার্বত্যবাসীর বিভিন্ন সময়ে নির্যাতন ও নিপীড়ন এবং প্রতিটি ক্ষেত্রে বৈষম্যে কথা তুলে ধরেন।
পার্বব্যবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে পার্বত্য অঞ্চলে গুম, খুন, চাঁদাবাজী, অপহরনের প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে দীর্ঘ গণ স্বাক্ষর গ্রহন করা হয়।
এর আগে দুরদুরান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নারী পুরুষ রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিশাল মিছিল ফেষ্টুন, ব্যানার ও প্লেকার্ড নিয়ে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে সমাবেশে যোগ দেন।
সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মওলানা এস. এম শুক্কুর, পবিত্র ত্রিপিটক পাঠ করেন অরুনপাল ভিক্ষু, পবিত্র গীতা পাঠ করেন অসিম চক্রবর্তী সাংকু ও পবিত্র বাইবেল পাঠ করেন লালদুয়াং পাংখোয়া।
সমাবেশে রাঙামাটি পার্বত্য জেলার লক্ষাধিক লোক অংশ গ্রহণ করেন। জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় লোকে লোকারন্য হয়ে উঠে। রাঙামাটি শহরে এমন জনবহুল সমাবেশ পূর্বে লক্ষ্য করা যায়নি। সমাবেশ চলাকালে রাঙামাটি শহরে সকল ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ ছিল।
অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট পারভেজ তালুকদার ও শাহজাহান আলম।