বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » কাপ্তাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপর ওরিয়েন্টেশন সভা
কাপ্তাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপর ওরিয়েন্টেশন সভা
কাপ্তাই প্রতিনিধি ::“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৫ উপলক্ষে কাপ্তাই উপজেলা রেস্টহাউজে এক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোসেন রশিদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, নুর নাহার বেগম, ওসি হারুন অর রশীদ। ডাঃ ইমিতি চাকমার সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ অপূর্ব চাকমা, উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ হারুন, যুব কর্মকর্তা শেখ হিলাল উদ্দিন, পিআইও আবদুস সিদ্দিক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোাঃ কবির হোসেন প্রমুখ। বক্তারা ভিটামিন এ’র উপকারিতা ও অপকারিতা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
আপলোড : ১২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.০৫ মিঃ