সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেট-ঢাকা মহাসড়কে ক্রিমুখী সংঘর্ষ : আহত ১০
সিলেট-ঢাকা মহাসড়কে ক্রিমুখী সংঘর্ষ : আহত ১০
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজার ও রশিদপুরের মধ্যবর্তী কুতুবপুর নামক স্থানে বাস-মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১৫ মে সোমবার বিকাল ৩টায় উল্লেখিত স্থানে হবিগঞ্জ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১১৬১) একটি বাসের সাথে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৪৬৫) ও কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৩৯৭০) এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হাসপাতালে ভর্তিকৃত ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।