মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » অপহরণের একমাস ২০দিনেও খোজ মিলেনি সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুলছাত্রী প্রমা চৌধুরী’র
অপহরণের একমাস ২০দিনেও খোজ মিলেনি সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুলছাত্রী প্রমা চৌধুরী’র
চট্টগ্রাম প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৫মি.) চট্টগ্রাম জেলার পটিয়া থানার চামুদরিয়া ইউনাইটেড ইন্সটিটিউট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী প্রমা চৌধুরী (১৪) হাতিয়ারঘোনা গ্রামের (গৌরাঙ্গের বাড়ি) মৃত বাদল চৌধুরী মেয়ে প্রায় সময় স্কুলে আসা যাওয়ার পথে আবুল বশর প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ২৫ মার্চ তারিখ বাড়ি ফেরার পথে বিকালে আবুল বশর(২৫) আবুল হাসেম (৪০) সাইফুল ইসলাম(২২) ও আবদুর শুক্কুর(৬৫) সহ আরো অজ্ঞাত ২/৩ জন মিলে প্রমা চৌধুরীকে তুলে নিয়ে যায়।
স্কুল থেকে প্রমার আসতে দেরী হলে প্রমার ভাই মুন্না স্কুলে এবং রাস্তার পাশের লোকজনদের কাছে ঘটনাটি জানাজানি হলে অপহরণকারীদেরকে ফোন দিয়ে যোগাযোগ করলে তারা মামলা না করতে ভয়ভীতি দেখায়। বেশী বাড়াবাড়ি করলে হত্যা করা হবে এবং তাদের বসতবাড়ীতে আগুন দেবে বলে হুমকি দেয়। প্রমার ভাই মুন্না চৌধুরী এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানালেও অপহরণকারীরা প্রভাবশালী তাই ওদের বিরুদ্ধে কিছু বললে তাদেরও ক্ষতি করবে এই বলে সবাই পাশ কাটিয়ে চলে যায়। প্রমা চৌধুরী হিন্দু ধর্মাবলম্বী অন্যদিকে অপহরণকারীরা একদিকে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের তার উপর প্রভাবশালী তারপরও মুন্না নিজের জীবনে মায়া ত্যাগ করে পটিয়া থানায় হাজির হয়ে গত ১ এপ্রিল অপহরনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর একমাস ২০দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এখনও মুন্নার বোন প্রমা চৌধুরীকে উদ্ধার করতে পারেনি।
প্রমার বয়স যখন ১ বছর তখন কিছুদিনের ব্যবধানে তার মা-বাবা দুজনে মারা যায়। সেই ১ বছরের বোনকে মুন্না দিন মজুরের কাজ করে বড় করে, নিজে লেখাপড়া না করলেও বোনকে উচ্চ শিক্ষিত করার স্বপ্ন নিয়ে স্কুলে পাঠায়। যে বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসতো সেই বোনকে হারিয়ে মুন্না এখন পাগল প্রায়। আজও বোনকে ফেরৎ পাওয়ার আশায় প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে মুন্না।
পুলিশের ভুমিকা রহস্যজনক বলে দাবি করেছেন এলাকার জনপ্রতিনিধিরা এবং অপহৃত স্কুলছাত্রী প্রমা চৌধুরীর পরিবার।
এব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকতা (আইও) পটিয়া থানার এস আই রিতেন কুমার সাহা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আসামীদের গ্রেপ্তার করার জন্য বাঁশখালী সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলার আইও আরো বলেন তবে আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিয়ে পাটিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত উল্লাহ সিএইচটি মিডিয়াকে বলেন, প্রমা চৌধুরী নামের মেয়েটি কোর্ট এফিডেফিড এর মাধ্যমে হিন্দু ধর্ম তথ্যা করে ইসলাম ধর্ম গ্রহন করেছে, এর প্রমানাদি আমাদের হাতে রয়েছে। আবুল বশরকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আটক করে প্রমা চৌধুরীকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু তারা প্রযুক্তির বাইরে বলে জানান ওসি।