বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিশুদের মানুষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : মেয়র
শিশুদের মানুষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : মেয়র
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌরসভা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বঙ্গমাতা টুর্নামেন্টে ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু টুর্নামেন্টে আলুটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে মাটিরাঙ্গা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
১৬ মে মঙ্গলবার বিকালে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। তিনি শিশুদের শারিরীক ও মানুষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে পড়াশোনার সাথে সাথে সমান তালে খেলাধুলার প্রয়োজনীয়তার গুরত্বারোপ করেন।
এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর আলী, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন,৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী মিয়া, প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী, মা:ম:স:প্রা:বি এর অবসর প্রাপ্ত প্রশি আবদুর রশিদ ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলীম মাদ্রাসার অফিস সহকারী, সাংবাদিক মুজিবুর রহমান ভুইয়,সাংবাদিক জাকির হোসেন ও অংশগ্রহণকারী বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি ক্ষুদে ফুটবলারদের ফুটবল চর্চার প্রশংসা করে তাদেরকে তারকা ফুটবলার হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।