![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ইমাম সম্মেলন
পানছড়িতে ইমাম সম্মেলন
পানছড়ি প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৩মি) খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ১৮ মে বৃহস্প্রতিবার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে সকালে ইসলামি ফাউন্ডেশন পানছড়ি উপজেলার সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ইফা‘র কার্যলয়ে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন।
সাধারণ কেয়ারটেকার মো. দানেশ আলী আজাদী‘র পরিচালিত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, মর্ডেল কেয়াটেকার মো. সাব্বির আহেম্মেদ রশিদীসহ অন্যান্য প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগন।
প্রধান অতিথি ইফা‘র পানছড়ি কার্যালয়ের জন্য অফিসিয়াল কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রদানের আশ্বাস দেন।