শুক্রবার ● ১৯ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজিপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার
গাজিপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ডিজিটাল সিগনেচার অ্যান্ড সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে বৃহস্পতিবার ডুয়েটের আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ)-এর কন্ট্রোলার (যুগ্ম-সচিব) আবুল মনসুর মোহাম্মদ সারফ উদ্দিন।
সেমিনারের প্রথম সেশনে ‘ডিজিটাল সিগনেচার অ্যান্ড পিকেআই’ বিষয়ক আলোচনায় ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম এবং সহযোগী অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।
সেমিনারে বক্তারা সাইবার ক্রাইম রোধে ডিজিটাল সিগনেচারের গুরুত্ব, ব্যবহারবিধি, তথ্য-প্রযুক্তি খাতে সংকট ও সম্ভাবনাসহ আইসিটি অ্যাক্ট-২০০৬ এর অধীনে অপরাধমূলক শাস্তি ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।