শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শিক্ষা বৃত্তি প্রদান
পানছড়িতে শিক্ষা বৃত্তি প্রদান
পানছড়ি প্রতিনিধি :: (৬ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৮মি.) খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ, স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট, সফটওয়ার প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ২০ মে শনিবার পানছড়ি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে।
উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের আওতায়, শিক্ষ মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কতৃক খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।
সভায় প্রধান অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব শ্যামা প্রসাদ বেপারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন চন্দ্র চাকমা প্রমূখ।
পানছড়ি ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক প্রাইম্রা সং মারমার পরিচালনায় সভায় কলেজের একাদশ শ্রেণীর ৯৪জন, দ্বাদশ শ্রেণীর ১৫০জন ও পানছড়ি ইসলামীয়া সিনিয়ার মাদ্রাসার ৩ জনকে উপবৃত্তি প্রদান করা হয়।