![রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের তদারকি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/7500-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » ফাসীপাড়ায় নারীর আত্মহত্যা
ফাসীপাড়ায় নারীর আত্মহত্যা
পটুয়াখালী প্রতিনিধি :: (৬ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৯মি.) কুয়াকাটার ফাসীপাড়া গ্রামে স্বামী পরিত্যাক্তা এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার ২০ মে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের ফুল মিয়ার মেয়ে স্বামী পরিত্যাক্তা লাইজু (২১) ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। সকালে বাইরে থেকে মা চন্দ্রবানু ঘরে ফিরে জাল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে লাইজুকে দ্রুত নামিয়ে আনলেও ততক্ষণে লাইজু মারা যায়। লাইজুর পরিবার জানায়, তার মানসিক সমস্যার কারনেই গত বছর দেড়েক আগে স্বামী তালাক দিয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।