শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কচুয়ায় চিংড়ি খামারীকে কুপিয়ে হত্যা
কচুয়ায় চিংড়ি খামারীকে কুপিয়ে হত্যা
বাগেরহাট অফিস :: (৬ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) বাগেরহাটের কচুয়ায় লিটন হালদার (২৫) নামে এক চিংড়ি খামারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ মে শনিবার সকালে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পশ্চিম পিপুলজুড়ি গ্রামের নিজ চিংড়ি খামার থেকে পুলিশ লিটনের মরদেহ উদ্ধার করে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লিটনের চিংড়ি খামারে লিটনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারনা করছে পুলিশ। পুলিশ নিহতের মরদেহের ময়না তদন্তবাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। কি কারনে কারা লিটনকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত লিটন হালদার ওই গ্রামের প্রয়াত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টার দিকে ঘের ব্যবসায়ি লিটন হালদার প্রতিদিনের মত বাড়ি থেকে বেরিয়ে চিংড়ি খামারে দেখতে যান। রাত এগারোটার দিকে লিটনের পাশের অপর এক চিংড়ি খামার মালিক ওই পথ দিয়ে যাওয়ার সময় ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয় প্রতিবেশি ও লিটনের বাড়ি লোকজন এসে লিটনকে উদ্ধার করে। লিটনের মাথায় ধারালো অস্ত্রের অন্তত তিনটি কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গেপাঠায়। কি কারণে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা তা তদন্ত করে দেখা হচ্ছে।