রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার বিশ্বনাথে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার
এবার বিশ্বনাথে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.০১মি.) সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় ফয়জুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের মৃত মখদ্দুছ আলীর ছেলে। ২০ মে শনিবার রাতে তাকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৯ (তাং ২০.০৫.১৭ইং)।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি ফয়জুল ইসলামকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বে দেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) কামাল হোসেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ২১ মে রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।