রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » সাঁতার প্রতিযোগীতায় সেরা দু’জন বিশ্বনাথের
সাঁতার প্রতিযোগীতায় সেরা দু’জন বিশ্বনাথের
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৫মি.) সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ এই শ্লোগানে বাংলাদেশ সুইমিং ফেডারেশ’র ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগীতায় শুরু হয় প্রতিভা অন্বেষন-২০১৬।
এই প্রতিযোগীতার চুড়ান্ত বাচাই পর্বে সিলেট বিভাগের মধ্যে স্থান প্রাপ্ত দু’জনই বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জাতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র। তাদের মধ্যে আহমেদ আবরার জামি হোসেইনপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নব-নির্বাচিত সদস্য কবির আহমদ কুব্বারের একমাত্র পুত্র। অপরজন তানভির আহমেদ তারেক রহিমপুর গ্রামের প্রবাসী মো. নুরুল আমিনের একমাত্র পুত্র।
জানা গেছে, বালাদেশ সুইমিং ফেডারেশ’র ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগীতায় শুরু হয় ‘প্রতিভা অন্বেষন-২০১৬’। দেশের ৬৪টি জেলার ২৩ হাজার জন ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গত বছরের ১৯ মে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রতিযোগীতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বাচাই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে ২৩ হাজার থেকে ১৪০০ জন, এরপর ২০০ জন, সর্বশেষ ১৬০ জন থেকে ১২০ জনকে বাচাই করা হয়। চুড়ান্ত বাচাই পর্বে এই ১২০ জন থেকে ৬০ জনকে বাচাই করা হবে।
আগামী ২৫ মে বাংলাদেশ নৌ বাহিনীর সদর দপ্তরের সুইমিংপুলে চুড়ান্ত বাচাই পর্ব ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, চাড়ান্ত বাচাই পর্বে যে ৬০জন বিজয়ী হবে দীর্ঘ ৩ বছরের জন্য তাদের পড়ালেখা, থাকা-খাওয়ার খরচ বহন সহ যাবতীয় দায়িত্ব পালন করে যাবে বাংলাদেশ সুইমিং ফেডারেশ কর্তৃপক্ষ।