সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙ্গুনিয়ার মেধাবী ছাত্রী অাসমার স্বপ্ন পূরণে সচেতন মহল
রাঙ্গুনিয়ার মেধাবী ছাত্রী অাসমার স্বপ্ন পূরণে সচেতন মহল
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৭জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৫মি.) চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি’তে জিপিএ-৫ পাওয়া রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের গরীব অসহায় পরিবারের মেয়ে মেধাবী আসমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এলেন সচেতন মহল। দারিদ্রতার সাথে সংগ্রাম করে মেধাবী আসমার জিপিএ-৫ পাওয়ার বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে তা দেশ-বিদেশে থাকা অনেক সচেতন শিক্ষানুরাগীর নজরে আসে। এই ধারাবাহিতায় ওমান প্রবাসী মোহাম্মদ শাহ আলম তার পড়ালেখার খরচ চালিয়ে নিতে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাসেম এই অর্থ অনুদান সংগ্রহে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ২১ মে রবিবার আসমা ও তার মায়ের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল খায়ের সওদাগর, স্থানীয় ইউপি সদস্য শওকত তালুকদার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোরশেদ তালুকদার প্রমুখ।
এছাড়াও মেধাবী আসমাকে ডাক্তার হতে গেলে এইচএসসিতেও ধারাবাহিক সাফল্য বজায় রাখতে হবে। এই চিন্তাধারা থেকে এইচএসসি পর্যন্ত তার পড়ালেখার দায়িত্ব নিন উপজেলার সরফভাটা ইউনিয়নের বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগী মো. মোরাদ চৌধুরী।
ডাক্তার হয়ে মেধাবী আসমার দারিদ্র জয়ের স্বপ্ন সফল করতে সচেতন মহলের অভিমত, বিত্তবানরা সহযোগীতা করলে মেধাবী আসমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে। তার উচ্চতর শিক্ষা নিশ্চিত কল্পে মোরাদ চৌধুরী, ওমান প্রবাসী শাহ আলম ও হাশেমের মত বিত্তবানদের এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আহবান জানান আসমা’র মা।