সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » নানিয়াচরে মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ
নানিয়াচরে মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ
ক্রীড়া প্রতিবেদক :: (৮ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে নানিয়ারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন খেলার মাঠে স্কুল ছাত্রীদের অংশ গ্রহনে এক মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কোর্সটি ২১ মে রবিবার আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণী মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
প্রশিক্ষণে নানিয়ারচর উচ্চ বিদ্যালয় ও নানিয়ারচর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীপ কান্তি দাশ প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র বিতরণ করেছেন।
নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ঊমা শঙ্কর চাকমা এবং নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বিমল চাকমা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। নিয়মিত খেলার চর্চায় মননশীল ব্যক্তি ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হতে পারে। এলক্ষ্যে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে ঘৃনা করে পড়া-লেখার পাশাপাশি শরীর স্বাস্থ্য ও মননশীলতা উন্নতির জন্য বিভিন্ন খেলা-ধূলার চর্চা করতে এবং প্রশিক্ষণলব্ধ হ্যান্ডবল খেলার নিয়ম-কানুন চর্চা করতে বক্তারা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা নার্গিছ বেগম মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ পরিচালনা করেন।
উল্লেখ্য যে,এসএসসি পরীক্ষার কারনে মাঝখানে স্থগিত ছিল। পরীক্ষা শেষান্তে পূরো এপ্রিল মাস নিয়মিতভাবে প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করা হয়।